Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন

 

ক্রমিক নং

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর পদবী

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময়

সেবা প্রাপ্তির জন্য করনীয়

আইন কানুন বিধি বিধান

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের উপায়

 

বি,এড/এম,এড  প্রশিক্ষণকোর্সে অংশগ্রহণ

ডিপিইও/ সহকারী জেলা প্রাথিমিক শিক্ষা অফিসার/সংশ্লিষ্ট কর্মচারী

সি-ইন-এড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ জ্যেষ্ঠতার ভিত্তিতে আবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবরে উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রেরণ করবেন।

এপ্রিল মাসের মধ্যে

করনীয় নাই

 

 

 

টাইমস্কেলনিষ্পত্তি

৮/১২/১৫ বছর পুর্তির পর উপজেলা টাইমস্কেল পদোন্নতি কমিটির সভার কার্যবিবরণী, বার্ষিক গোপনীয় প্রতিবেদন, আবেদনপত্রসহ সার্ভিস বহি উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবরে প্রেরণ করবেণ

৭ কর্ম দিবস

করনীয় নাই

 

উর্দ্ধতন কর্তপক্ষের নিকট জানাতে পারেন।

 

পদোন্নতিপ্রদান

৬৫% শুন্যপদের ভিতিত্তে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকগণ উপজেলা টাইমস্কেল পদোন্নতি কমিটির সভার কার্যবিবরণী, বার্ষিক গোপনীয় প্রতিবেদন, আবেদনপত্রসহ সার্ভিস বহি উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবরে প্রেরণ করবেণ

১৫ কর্ম দিবস

করনীয় নাই

 

উর্দ্ধতন কর্তপক্ষের নিকট জানাতে পারেন।

 

পি,আর,এল/ লামগ্রান্টনিষ্পত্তি

চাকুরীতে ৫৯ বছর পূর্তির আগেই শিক্ষকগণ আবেদন,চাকুরী বহি, ছুটির হিসাব, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিভাগীয় মামলা-অডিট আপত্তি আছে কিনা সে বিষয়ে প্রত্যয়ন, নাগরিক সনদ, নিয়োগপত্রসহ আনুষাংগিক কাগজপত্র উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে দাখিল করবেন।

৭ কর্ম দিবস

করনীয় নাই

 

উর্দ্ধতন কর্তপক্ষের নিকট জানাতে পারেন।

 

পেশশনকেসনিষ্পত্তি

পিআরএল শেষ হওয়ার পর  শিক্ষকগণ নির্ধারিত পেনশন ফরমে আবেদন,চাকুরী বহি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিভাগীয় মামলা- অডিট আপত্তি আছে কিনা সে বিষয়ে প্রত্যয়ন, নাগরিক সনদ, নিয়োগপত্রসহ আনুষাংগিক কাগজপত্র উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে দাখিল করবেন।

১০ কর্ম দিবস

করনীয় নাই

 

 

পাসপোর্টকরনেরঅনুমতি

শিক্ষকগণ নির্ধারিত পাসপোর্ট ফরম পূরনপূর্বক আবেদন ও ভ্রমনের স্থান উল্লেখ করে আন্তর্জাতিক পাসপোর্ট করার অনুমতির জন্য কাগজপত্র উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবরে প্রেরণ করবেন।

৫ কর্ম দিবস

করনীয় নাই

 

 

বিদেশভ্রমণ/ গমনেরঅনুমতি

শিক্ষকগণ সম্ভাব্য ভ্রমনের তারিখ উল্লেখপূর্বক ছুটির হিসাব, নির্ধারিত ফরমে আবেদন, বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যয় সংক্রান্ত প্রতয়ণ, পাসপোর্টের সত্যায়িত কপিসহ, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবরে আবেদন  যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবরে প্রেরণ করবেন।

৫ কর্ম দিবস

করনীয় নাই

 

 

শিক্ষকদেরবদলীরআবেদননিষ্পত্তি(জেলারমধ্যে)

বিবাহজনিত কারণে স্ত্রীর/স্বামীর কর্মস্থল/ স্থায়ী ঠিকানা, নদীভাংগনজনিত কারণে স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে শিক্ষকগণ এক উপজেলা হতে অন্য উপজেলায় বদলীর আবেদন করতে পারেন। আবেদনের সাথে বর্ণিত বদলীর স্বপক্ষে উপর্যুক্ত প্রমান/রেকর্ডসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে কাগজপত্র দাখিল করবেন।

৭ কর্ম দিবস

করনীয় নাই